কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ আজ নতুন দিল্লিতে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া OCI পোর্টালের সূচনা করেছেন। স্বারাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, প্রযুক্তিগত নানান উন্নয়নের কথা মাথায় রেখে এই OCI পোর্টালটি নতুনভাবে সাজানো হয়েছে। OCI কার্ডধারীরা আরও উন্নত পরিষেবা পাবে বলে আশা করছে মন্ত্রক।
Site Admin | May 19, 2025 6:58 PM
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ আজ নতুন দিল্লিতে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া OCI পোর্টালের সূচনা করেছেন।
