April 11, 2025 5:14 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাদক চালানের বিরুদ্ধে সরকারের কড়া দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাদক চালানের বিরুদ্ধে সরকারের কড়া দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। অসমে, গত রবিবার, বিরাট পরিমাণ মাদক আটকের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন যে, এই অঞ্চলে মাদক চালানের একটি সিন্ডিকেট কাজ করে চলেছে। সর্বশক্তি দিয়ে এদের নিশ্চিহ্ন করা দরকার বলে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী শাহ এই মন্তব্য করেন।

উল্লেখ্য, গত রবিবার, অসম পুলিশ, সি আর পি এফ এবং মাদক নিয়ন্ত্রণ ব্যুরো যৌথ অভিযান চালিয়ে ৩০ কিলোগ্রামেরও বেশি মাদক, ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।