কেন্দ্রীয় সরকার ২০৩৫ সালের মধ্যে ই-পাসপোর্ট ব্যবস্থা সূচনার পরিকল্পনা করছে। উন্নত পাসপোর্ট সেবা কর্মসূচি ২.০-এর আওতায় নতুন ইস্যু হওয়া সব পাসপোর্টই ই-পাসপোর্ট হবে। তবে পুরনো সাধারণ পাসপোর্ট মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বৈধ থাকবে। বিদেশ মন্ত্রকের কনস্যুলার ও অভিবাসী বিভাগের সচিব অরুণ কুমার চ্যাটার্জি জানিয়েছেন, ই-পাসপোর্টে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এর মধ্যে রয়েছে মাইক্রোলেটার্স, বিশেষ রঙের ছাপ এবং রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) চিপ। এই চিপে আঙুলের ছাপ, মুখের ছবি ও চোখের মণির স্ক্যানসহ এনক্রিপ্টেড বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকবে।
২০২৬ এর ছেলেদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। আগামী বছরের ১৫ই জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ।
১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ৪১টি ম্যাচ খেলবে। ভারত গ্রুপ-এ তে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে। গ্রুপ-বি তে রয়েছে জিম্বাবুয়ে, পাকিস্তান, ইংল্যান্ড ও স্কটল্যান্ড। গ্রুপ-সি তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কা। গ্রুপ-ডি তে রয়েছে তানজানিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। উল্লেখ্য তানজানিয়া এই প্রথম প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল সুপার সিক্স পর্বে যাবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। থাকছে রিজার্ভ ডে এর ব্যবস্থাও।