মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 13, 2025 12:49 PM

printer

কেন্দ্রীয় সরকার সিকিমের লেপচা সম্প্রদায়ের দুটি বাদ্যযন্ত্র – টুংবুক এবং পুমটং পুলিট – কে Geographical Indication নিবন্ধিকরণ করেছে।

কেন্দ্রীয় সরকার সিকিমের লেপচা সম্প্রদায়ের দুটি বাদ্যযন্ত্র – টুংবুক এবং পুমটং পুলিট – কে Geographical Indication নিবন্ধিকরণ করেছে। টুংবুক একটি তিন তারযুক্ত বাদ্যযন্ত্র, এবং পুমটং পুলিট একটি বাঁশের বাঁশি। গত ৫-ই নভেম্বর কেন্দ্রীয় সরকারের ভৌগোলিক নির্দেশক রেজিস্ট্রির বাদ্যযন্ত্র বিভাগের অধীনে এগুলির আনুষ্ঠানিক নথিভুক্তি হয়েছে। নতুনদিল্লিতে অনুষ্ঠিত সংস্কৃতি, উপজাতি বিষয়ক এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রক কর্তৃক আয়োজিত প্রথম উপজাতীয় ব্যবসায়িক সম্মেলনে গতকাল আনুষ্ঠানিকভাবে এই শংসাপত্র প্রদান করা হয়েছে। টুংবুক এবং পুমটং পুলিটের জন্য GI ট্যাগের আবেদন জমা দেওয়া উগেন পালজোর লেপচা এবং নামগিয়াল লেপচা এই শংসাপত্র গ্রহণ করেন।