May 23, 2025 9:48 PM

printer

কেন্দ্রীয় সরকার, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছে।

কেন্দ্রীয় সরকার, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছে। রাজ্যের শিক্ষা দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রের পিএম পোষণ দফতর, পড়ুয়া পিছু বরাদ্দ প্রাথমিকে ৬ টাকা ১৯ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৭৮ পয়সা এবং উচ্চ প্রাথমিকে ৯ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ১৭ পয়সা করেছে।এ বাবদ প্রাথমিকে কেন্দ্র দেবে ৪ টাকা ৭ পয়সা এবং রাজ্যকে দিতে হবে ২ টাকা ৭১ পয়সা। অন্যদিকে, উচ্চ প্রাথমিকে কেন্দ্রের তরফ থেকে পাওয়া যাবে ৬ টাকা ১০ পয়সা এবং রাজ্য দেবে ৪ টাকা ৭ পয়সা।