কেন্দ্রীয় সরকার দেশের প্রথম এআই-চালিত উপজাতি ভাষার অনুবাদক আদিবাণীর বিটা সংস্করণ চালু করতে চলেছে। উপজাতি বিষয়ক মন্ত্রক জানিয়েছে, এই অনুবাদ টুল আদিবাসী সম্প্রদায়ের সর্বাঙ্গীণ ক্ষমতায়ন এবং ভারতের সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জনজাতীয় গৌরব বর্ষ উদযাপনের আওতায় আদি বাণী তৈরি করা হয়েছে, যা আদিবাসি এবং অ-আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগের ব্যবধান দূর করবে।
Site Admin | August 31, 2025 9:54 AM
কেন্দ্রীয় সরকার দেশের প্রথম এআই-চালিত উপজাতি ভাষার অনুবাদক আদিবাণীর বিটা সংস্করণ চালু করতে চলেছে।
