January 8, 2026 8:27 AM

printer

কেন্দ্রীয় সরকার জনগণনার প্রথম পর্বের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

কেন্দ্রীয় সরকার জনগণনার প্রথম পর্বের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পর্যায়ে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহ সংখ্যা গণনার কাজ করা হবে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ৩০ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করবে। দেশে এই প্রথমবার জনগণনার কাজ হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হবে। জনগণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানের জন্য প্রায় ৩০ লক্ষ কর্মী নিয়োগ করা হবে।

২০২৭ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ের জনগণনা অনুষ্ঠিত হবে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের পাহাড়ি এলাকাগুলির জন্য, দ্বিতীয় পর্জায়ের জন গণনা চলতি বছরের সেপ্টেম্বরে পরিচালিত হবে।

উল্লেখ্য, গত ১২-ই ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ‘জনগণনা ২০২৭’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর জন্য ব্যয় করা হবে ১১ হাজার ৭১৮ কোটি ২৪ লক্ষ টাকা। প্রসঙ্গত, গত বছরের ৩০শে এপ্রিল আসন্ন জনগণনায় জাতি গণনাকেও অন্তর্ভুক্ত করার ঘোষণা করা হয়েছিল।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।