November 27, 2025 9:57 PM

printer

কেন্দ্রীয় সরকার আজ টেক্সটাইলস ফোকাসড রিসার্চ, অ্যাসেসমেন্ট, মনিটরিং, প্ল্যানিং অ্যান্ড স্টার্ট-আপ স্কিম (টেক্স-র‌্যাম্পস)- এ অনুমোদন দিয়েছে

কেন্দ্রীয় সরকার আজ টেক্সটাইলস ফোকাসড রিসার্চ, অ্যাসেসমেন্ট, মনিটরিং, প্ল্যানিং অ্যান্ড স্টার্ট-আপ স্কিম (টেক্স-র‌্যাম্পস) এ অনুমোদন দিয়েছে। বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, এই প্রকল্প গবেষণা, তথ্য ও উদ্ভাবনকে এক ছাতার তলায় নিয়ে আসবে, ফলে শক্তিশালী হবে দেশের বস্ত্র শিল্পতিনি আরও জানান, টেক্স-র‌্যাম্পস ভারতের বস্ত্র ক্ষেত্রকে টেকসই উন্নয়ন, প্রযুক্তি ও প্রতিযোগিতার ক্ষেত্রে বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে। বস্ত্র মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পটির জন্য মোট ৩০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৫-২৬ থেকে ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত এর কাজ চলবেআসন্ন অর্থ কমিশনের চক্রের সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় প্রকল্প হিসেবে বাস্তবায়িত হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।