January 17, 2026 10:37 PM

printer

কেন্দ্রীয় সরকার আজ উত্তর প্রদেশের বিজনোর থেকে দ্বিতীয়বার দেশব্যাপী নদী ও মোহনায় থাকা ডলফিনের গণনা শুরু করেছে।

কেন্দ্রীয় সরকার আজ উত্তর প্রদেশের বিজনোর থেকে দ্বিতীয়বার দেশব্যাপী নদী ও মোহনায় থাকা ডলফিনের গণনা শুরু করেছে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রক জানিয়েছে, ‘প্রজেক্ট ডলফিন’-এর অধীনে দুটি পর্যায়ে এই সমীক্ষা করা হবে। প্রথম ধাপে, বিজনোর থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার মূল ধারা এবং সিন্ধু নদে এই সমীক্ষা চলবে। দ্বিতীয় পর্বে ব্রহ্মপুত্র নদ, গঙ্গার উপনদী, সুন্দরবন এবং ওড়িশায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সমীক্ষায় সিন্ধু এবং ইরাবতীর ডলফিনের সংখ্যা, বাসস্থান এবং সম্ভাব্য ঝুঁকি নিয়েও পর্যালোচনা করা হবে। এই সমীক্ষার ফলে ডলফিনের সংখ্যা গণনার পাশাপাশি ‘প্রজেক্ট ডলফিন’-এর অধীনে উন্নত সংরক্ষণ পরিকল্পনা তৈরি করা সহজ হবে বলে জানিয়েছে মন্ত্রক। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।