December 6, 2025 7:24 PM

printer

কেন্দ্রীয় সমবায় ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগামী পাঁচ বছরে দেশের পশুপালকদের আয় কুড়ি শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

কেন্দ্রীয় সমবায় ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগামী পাঁচ বছরে দেশের পশুপালকদের আয় কুড়ি শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। আজ গুজরাটের সানাদারে একটি BIO CNG কারখানা ও বনস ডেয়ারির সার কারখানার উদ্বোধন এবং একটি মিল্ক পাওডার সহ বেবি ফুড কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন করে শ্রী শাহ এ কথা বলেন। ডেয়ারি ক্ষেত্রে সার্কুলার ইকনমি মডেল নীতি রুপায়নের মাধ্যমে এই কাজ করা হবে বলে তিনি জানান।  বনস ডেয়ারিতে যেভাবে সার্কুলার ইকনমি মডেল রুপায়ণ করে সাফল্য পাওয়া গেছে, তাকে সারা দেশের ডেয়ারি শিল্পে গ্রহণ করা হবে। সমবায় মন্ত্রী বলেন, জাতীয় গোকুল মিশন, জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ কর্মসূচী রূপায়ণ এবং পশু পালন ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশে দ্বিতীয় পর্যায়ে দুগ্ধ বিল্পব নিশ্চিত করা হবে। তিনি আজ সেখানে সমবায় মন্ত্রকের সংসদীয় কমিটির বৈঠকে পৌরিহিত্য করবেন। শ্রী শাহ বনসকন্থা জেলার বেশ কয়েকটি সার কারখানা, ভোজ্য তেল কারখানা এবং মধু উৎপাদন কেন্দ্রে সফর করবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।