কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন,দেশে সড়ক ও পরিবহণ পরিকাঠামো ক্রমশ বিশ্বমানের হয়ে উঠছে। এর ফলে, যাতায়াতে সময় কম লাগছে এবংপরিবেশ সংরক্ষণ সুনিশ্চিত হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল অনুষ্ঠিত ভারতীয় নির্মাণ সরঞ্জাম প্রস্তুতকারক সমিতি ICEMA-এর ৭৫তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার সময় শ্রী গডকরি এই মন্তব্য করেন। তিনি বলেন, ভারত এখন জাপানকে ছাড়িয়ে বিশ্বের নির্মাণ সরঞ্জাম শিল্পে তৃতীয় স্থান অর্জন করেছে। তিনি আরও বলেন যে সরকার দেশের সড়ক ও পরিবহন পরিকাঠামোতে বিশ্বমানের সুরক্ষা ব্যবস্থা এবং মান বজায় রাখার উপর জোর দিচ্ছে।