কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পরিকাঠামো ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের ওপর জোর দিচ্ছে। একারণে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI-এর আওতায় জাতীয় মহাসড়কের পরিমাণ ১২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২০১৪-য় জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য ছিল ৪ হাজার কিলোমিটার। ২০২৫-এ তা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭-শো কিলোমিটার। শ্রী গড়করি গতকাল অন্ধ্রপ্রদেশের মঙ্গলাগিরিতে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, সড়ক পরিকাঠামো উন্নয়নের জন্য পরিবহণ খরচ ১০ থেকে ১৬ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। চলতি বছরের ডিসেম্বর মধ্যে এই খরচ আরও ৯ শতাংশ কমতে পারে বলে তিনি আভাস দেন। পরিবহণ খরচ হ্রাসের ফলে রফতানি এবং কর্মসংস্হান দুই বৃদ্ধি পাবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।