কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, পি এম-বিকাশ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত শিখ যুবকরা আগামীকাল লাল কেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন। নতুন দিল্লিতে তাঁদের সঙ্গে এক অনুষ্ঠানে মত বিনিময় করতে গিয়ে মন্ত্রী আজ এ–কথা বলেন। তিনি বলেন, এই যুবকরা দেশের চাকরিক্ষেত্রগুলির ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য প্রশিক্ষিত হচ্ছে। প্রথমবারের মতো মন্ত্রক এই যুবকদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাঠানোয় মন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন। অনুষ্ঠানে, শ্রী রিজিজু ৩১ হাজারেরও বেশি যুবককে প্রশিক্ষণ দেওয়ার জন্য দিল্লি শিখ গুরুদ্বারা ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
Site Admin | August 14, 2025 10:01 PM
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, পি এম-বিকাশ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত শিখ যুবকরা আগামীকাল লাল কেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন
