কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া আজ লোকসভায় এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, রোজগার মেলায় গত ১৬ মাসে ১১ লক্ষেরও বেশি মানুষ চাকরি পেয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, আরবিআইয়ের রিপোর্ট অনুযায়ী ১৭ কোটিরও বেশি যুবক গত দশকে চাকরি পেয়েছেন। আগামী ৫ বছরে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় ৪ কোটিরও বেশি চাকরির জন্য ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্য দিকে, ইউপিএ জমানার সঙ্গে তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ইউপিএ সরকারের আমলে ১০ বছরে মাত্র ৩ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছিল। কৃষি ক্ষেত্রে কর্মসংস্থান তৈরির হার মাইনাস ১৬ শতাংশ ছিল, যা এনডিএ সরকারের আমলে বেড়ে হয়েছে ১৯ শতাংশ। ইউপিএ-র তুলনায় এনডিএ আমলে চাকরির হার বেড়েছে ৩৬ শতাংশ। বেকারত্বের হার কমে গিয়েছে ৩.২ শতাংশে।
Site Admin | August 4, 2025 1:26 PM
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া আজ লোকসভায় এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, রোজগার মেলায় গত ১৬ মাসে ১১ লক্ষেরও বেশি মানুষ চাকরি পেয়েছেন।
