কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সামাজিক নিরাপত্তা ঐতিহাসিকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে, দেশের ৯৪ কোটি নাগরিক কোনও না কোনও সামাজিক সুরক্ষার কর্মসূচির আওতায় রয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডঃ মান্ডভিয়া সামাজিক নিরাপত্তা ক্ষেত্রে ভারতের অগ্রগতির স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক শ্রম সংগঠনকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সংগঠনের মহানির্দেশক গিলবার্ট হাউংবো সম্প্রতি বলেছেন, ভারতের সামাজিক নিরাপত্তার পরিধি ২০১৯ সালের ২৫ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৬৪ শতাংশে পৌঁছেছে।