কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল লন্ডনে সেদেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনল্ডসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও মজবুত করে তোলার লক্ষ্যে দুদিনের সফরে শ্রী গোয়েল এখন লন্ডনে।
বিদেশ মন্ত্রকরে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আবার শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। উভয় পক্ষই এই চুক্তি কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে গত ফেব্রুয়ারিতে জোনাথন রেনল্ডসের দিল্লী সফরের সময় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ভারত ও ব্রিটেন অবাধ বাণিজ্য চুক্তি রূপায়নের বিষয়ে আবারও আলাপ আলোচনা শুরু করেছে। উভয় পক্ষ পারস্পারিক উপযোগী একটি ভারসাম্য যুক্ত চুক্তি রূপায়ণে সহমত হয়।
উল্লেখ্য, এফটিএ চুক্তির পাশাপাশি দ্বিপাক্ষিক বিনিয়োগ সংক্রান্ত চুক্তি বিআইটি নিয়ে সমান্তরাল আলাপ আলোচনার মধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের লন্ডন সফরের একমাসের মধ্যেই শ্রী গোয়েলের এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।