কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশিকা জারী করে পড়ুয়াদের নিরাপত্তা ও কল্যাণ সুনিশ্চিত করতে জরুরী ব্যবস্থা নিতে বলেছে। এর মধ্যে বিদ্যালয়গুলিতে জাতীয় নিরাপত্তা বিধি অনুযায়ী বাধ্যতামূলক সুরক্ষা অডিট, কর্মীদের প্রশিক্ষণ, জরুরী পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা এবং ছাত্রছাত্রীদের মনস্তাত্ত্বিক সহায়তা ও পরামর্শ দেবার সংস্থান রয়েছে। শিক্ষা মন্ত্রক, বিভিন্ন রাজ্যের শিক্ষা দপ্তর, স্কুল বোর্ড ও অধীনস্ত কর্তৃপক্ষকে অবিলম্বে এই নির্দেশাবলী রূপায়ন করতে বলেছে।
Site Admin | July 26, 2025 9:54 PM
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশিকা জারী করে পড়ুয়াদের নিরাপত্তা ও কল্যাণ সুনিশ্চিত করতে জরুরী ব্যবস্থা নিতে বলেছে।
