কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন ২০৪৭ সালের মধ্যে ভারত বিকশিত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং এই লক্ষ্য পূরণে প্রত্যেক নাগরিক-এরই নির্দিষ্ট কিছু ভূমিকা রয়েছে। কেরালার আইআইএটি পালাক্কাড়-এ সপ্তম সমাবর্তনে শ্রী প্রধান পড়ুয়াদের বিশ্বমানের পরিকাঠামো নির্মাণে অগ্রণী ভূমিকা নেওয়ার আহবান জানান। আজ ৩২৮ জন পড়ুয়া শংসাপত্র পেয়েছেন। বিকশিত ভারতের লক্ষয়পূরনে আইআইএটি পালাক্কাড় সঠিক পথে এগিয়ে চলেছে বলে শ্রী প্রধান মন্তব্য করেন।
Site Admin | July 19, 2025 4:27 PM
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন ২০৪৭ সালের মধ্যে ভারত বিকশিত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং এই লক্ষ্য পূরণে প্রত্যেক নাগরিক-এরই নির্দিষ্ট কিছু ভূমিকা রয়েছে।
