কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুদিনের তেলেঙ্গানা সফরে আজ সকালে আইআইটি হায়দ্রাবাদের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানের পর বিকেলে, মন্ত্রী কাজিপেটে ৫০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত রেলওয়ে উৎপাদন ইউনিটের অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৩ সালের জুলাই মাসে এই ইউনিটটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। রেলমন্ত্রী আজ সন্ধ্যায় কাচেগুড়া রেলওয়ে স্টেশনে হায়দ্রাবাদ থেকে যোধপুর যাওয়ার জন্য একটি নতুন ট্রেনের সূচনাও করবেন।
Site Admin | July 19, 2025 11:39 AM
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ আইআইটি হায়দ্রাবাদের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন