কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডবিয়া আজ সকালে নতুন দিল্লিতে ৫৬তম Fit India Sundays on Cycle-এ অংশগ্রহণ করেন। সারা দেশ থেকে বিকশিত ভারত ইয়াং লিডার্সরা এতে যোগ দেন। অনুষ্ঠানে ডঃ মান্ডবিয়া বলেন, সাইক্লিং ভারসাম্য রক্ষা শেখায় এবং নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে ভারসাম্য খুবই জরুরী। দেশের যুব সমাজের ধৈর্যশীল হতে সাইক্লিং শেখা জরুরী। এর মাধ্যমে প্রয়োজন মতো ধীর অথবা দ্রুত গতি তোলা সম্ভব।
Site Admin | January 11, 2026 1:19 PM
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডবিয়া আজ সকালে নতুন দিল্লিতে ৫৬তম Fit India Sundays on Cycle-এ অংশগ্রহণ করেন।