কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনওয়াল উত্তরপূর্বের জলাভূমি এবং সামুদ্রিক ক্ষেত্রের উন্নতির জন্য ৫হাজার কোটি টাকার কর্মসূচী ঘোষণা করেছেন। গুয়াহাটিতে আজ তিনি প্রধান বন্দরগুলির সম্প্রসারণ, নৌপর্যটন বৃদ্ধি এবং সামুদ্রিকক্ষেত্রে কর্মসংস্থানের জন্য পঞ্চাশ হাজার তরুণতরুণীকে প্রশিক্ষণের পরিকল্পনার মতো বিষয়গুলি তুলে ধরেন। শিলঘাট, নিয়ামাটি, বিশ্বনাথঘাট এবং গুইজানে নতুন পর্যটন এবং পণ্যপরিবহনের উপযোগী বন্দরগুলি তৈরি করতে প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
মন্ত্রী বলেন, গুয়াহাটি, তেজপুর এবং ডিব্রুগড়ে জলের মধ্যে দিয়ে মেট্রো চলাচলের পরিকল্পনা করা হচ্ছে। আবহাওয়া কেন্দ্রযুক্ত লাইট হাউসগুলি স্থানীয় পথনির্দেশনা ও আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে বলেও তিনি জানান।