কেন্দ্রীয় মন্ত্রী রাজভূষণ চৌধুরী এবং সাংসদ মনোজ তিওয়ারি আজ নতুন দিল্লীতে নম যুব দৌড়ের সূচনা করেছেন। জাতীয় রাজধানী অঞ্চলে কয়েক হাজার যুবা এতে অংশ নিয়েছে। সেবা পক্ষের অঙ্গ হিসাবে বিজেপি এই দৌড়ের আয়োজন করেছে।
Site Admin | September 21, 2025 1:50 PM
কেন্দ্রীয় মন্ত্রী রাজভূষণ চৌধুরী এবং সাংসদ মনোজ তিওয়ারি নতুন দিল্লীতে নম যুব দৌড়ের সূচনা করেছেন
