কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ওমানে ৩৬ জন ভারতীয় শ্রমিককে বিরূপ পরিস্থিতি থেকে উদ্ধারের কাজে হস্তক্ষেপ করেছেন। উত্তর মুম্বইয়ের বিজেপি নেতা গোবিন্দ প্রসাদের একটি অভিযোগ তাঁর নজরে এলে তিনি ওমানে কাজের সন্ধানে যাওয়া শ্রমিকদের অবস্থা খতিয়ে দেখেন। দেরিতে বেতন, থাকার জায়গার সংকুলান, পাসপোর্ট বাজেয়াপ্ত সহ একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শ্রমিকদের। ওমানে ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে গুরুদ্বারাতে দুর্দশাগ্রস্ত শ্রমিকদের অস্থায়ী থাকার ব্যবস্থা করেছে। শ্রী গোয়েলও শ্রমিকদের অবস্থার উন্নতির দিকে লক্ষ্য রাখার কথা বলেছেন। সরকারের পক্ষ থেকে বিদেশে ভারতীয় শ্রমিকদের সুরক্ষার প্রতিশ্রুতির কথাও বলেন তিনি।
Site Admin | October 8, 2025 12:21 PM
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ওমানে ৩৬ জন ভারতীয় শ্রমিককে বিরূপ পরিস্থিতি থেকে উদ্ধারের কাজে হস্তক্ষেপ করেছেন