মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 9, 2025 1:21 PM

printer

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় জঙ্গীদের হাতে তিন নিরীহ নাগরিকের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন

কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় জঙ্গীদের হাতে তিন নিরীহ নাগরিকের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া পোষ্টে মন্ত্রী  বলেছেন, কাঠুয়ার বানি এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার লক্ষ্যেই এই তিনজনকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে। এই ঘটনা নিয়ে সরকারী পর্যায়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ্ মোহন পরিস্থিতি পর্যালোচনা করার জন্য আজই জম্মু সফর করবেন বলে মন্ত্রী জানান। তিনি পুলিশ, গোয়েন্দা সংস্থা, BSF, CRPF এবং প্রশাসনের উচ্ছপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। হিন্দু গোষ্ঠীর তিন ব্যক্তি গত বৃহষ্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। গতকাল নিরাপত্তা বাহিনী তাদের মৃতদেহ উদ্ধার করে।