January 22, 2026 1:31 PM

printer

কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির বরিষ্ঠ নেতা পীযূষ গোয়েল আজ চেন্নাইয়ে AIADMK-এর সাধারণ সম্পাদক ও রাজ্যের বিরোধী দলনেতা এডাপাডি পালানিসামির বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির বরিষ্ঠ নেতা পীযূষ গোয়েল আজ চেন্নাইয়ে AIADMK-এর সাধারণ সম্পাদক ও রাজ্যের বিরোধী দলনেতা এডাপাডি পালানিসামির বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. এল. মুরুগান, বর্তমান রাজ্য সভাপতি নাইনার নাগেন্দ্রন এবং রাজ্যের অন্যান্য বিজেপি নেতারা।

শ্রী  গোয়েল তামিলনাড়ু নির্বাচনের দায়িত্ব পাওয়ায়  এনডিএ জোটের শরিকদের সঙ্গে আলোচনা করতে চেন্নাইয়ে রয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।