January 13, 2026 12:53 PM

printer

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ ওয়াশিংটন ডিসিতে মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট আয়োজিত গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সংক্রান্ত মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নেন।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ ওয়াশিংটন ডিসিতে মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট আয়োজিত গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সংক্রান্ত মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নেন। রেয়ার আর্থ এলিমেন্ট সহ গুরুত্বপূর্ন খনিজের আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল মজবুত রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। অনুষ্ঠানে শ্রী বৈষ্ণো বলেন, দ্রুত গতিতে বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনকারী ভারতের মতো দেশে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে অংশগ্রহকারী দেশগুলি সরবরাহ শৃঙ্খল অটুট রাখার বিষয়ে কি উদ্যোগ নেওয়া হচ্ছে তার ওপর আলোকপাত করেন। অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালী, জাপান, মেক্সিকো, দক্ষন কোরিয়া এবং ব্রিটেন বৈঠকে অংশ নেয়।