December 31, 2025 4:58 PM

printer

কেন্দ্রীয় মন্ত্রীসভা আজ দুটি মহাসড়ক প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের অধীনে ছয়-লেনের নাসিক-সোলাপুর করিডোর এবং ওড়িশার জাতীয় সড়ক ৩২৬-এর সম্প্রসারণ করা হবে।

কেন্দ্রীয় মন্ত্রীসভা আজ দুটি মহাসড়ক প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের অধীনে ছয়-লেনের নাসিক-সোলাপুর করিডোর এবং ওড়িশার জাতীয় সড়ক ৩২৬-এর সম্প্রসারণ করা হবে। মন্ত্রীসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি মহারাষ্ট্রে ছয় লেনের গ্রিনফিল্ড অ্যাক্সেস-কন্ট্রোলড নাসিক-সোলাপুর-আক্কালকোট করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে। ৩৭৪ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি নির্মাণ করতে খরচ হবে ১৯ হাজার ১ শো ৪২ কোটি টাকা। তথ্য-সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ নতুন দিল্লীতে সাংবাদিকদের বলেন, এই প্রকল্পটি নাসিক, অহল্যানগর, সোলাপুরের মতো আঞ্চলিক শহরগুলোকে কুরনুলের সঙ্গে যুক্ত করবে। প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান প্রকল্পের অধীনে দেশের পরিবহন পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই প্রকল্প।

এর ফলে, কর্মসংস্থানও তাৎপর্যপূর্ণভাবে বাড়বে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

ওড়িশার জাতীয় সড়ক ৩২৬-এর সম্প্রসারণে দেড় হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। দক্ষিণ ওড়িশার সার্বিক উন্নতির ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রী বৈষ্ণো বলেন, ওড়িশার গজপতি, রায়গাড়া এবং কোরাপুটের আদিবাসী অধ্যুষিত এবং উচ্চাকাঙ্খী এলাকাগুলির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই প্রকল্প। উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে স্থানীয় সম্প্রদায়, শিল্প-প্রতিষ্ঠান, শিক্ষা-প্রতিষ্ঠান এবং পর্যটন কেন্দ্রগুলোকে সরাসরি উপকৃত করবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।