মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 2, 2025 1:04 PM

printer

কেন্দ্রীয় মন্ত্রিসভা, সরকারী কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আরও তিন শতাংশ মহার্ঘ্যভাতা ঘোষণা করেছে

কেন্দ্রীয় মন্ত্রিসভা, সরকারী কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আরও তিন শতাংশ মহার্ঘ্যভাতা ঘোষণা করেছে। চলতি বছরের পয়লা জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় তাঁরা এখন ৫৮ শতাংশ হারে DA পাবেন।

নতুন দিল্লীতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর, তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ সাংবাদিকদের বলেন, এরফলে ঊনপঞ্চাশ লক্ষেরও বেশী কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং প্রায় ঊনসত্তর লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

 কেন্দ্রীয় সরকারের DA ঘোষণার পরই রাজ্য সরকারী কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাজ্য সরকার কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ্যভাতা থেকে বঞ্চিত করছে বলে কর্মচারী সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চ অভিযোগ করেছে। সংগঠনের আহ্বায়ক ভাষ্কর ঘোষ বলেছেন, কেন্দ্রের ৩ শতাংশ DA বৃদ্ধির ফলে রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে হলো- চল্লিশ  শতাংশ। রাজ্য কো-অর্ডিনেশন কমিটি, অবিলম্বে DA পার্থক্য মেটানোর দাবি জানিয়েছে। কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী আকাশবাণীকে জানিয়েছেন, DA-র এই ফারাকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু সরকারী কর্মচারী ও পেনশনভোগী।

DA মেটোনোর দাবিতে সোচ্চার হয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন’ও।