কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজস্থানের কোটা- বুন্দিতে গ্রিন ফিল্ড বিমানবন্দর স্থাপনের অনুমতি দিয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে এক হাজার ৫০৭ কোটি টাকা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ আজ মন্ত্রীসভার বৈঠকের পর একথা জানান।
প্রকল্পের অঙ্গ হিসেবে ২০ হাজার বর্গ কিলোমিটার এলাকায় একটি টার্মিনাল ভবন গড়ে তোলা হবে। এর মাধ্যমে ব্যস্ত সময়েও ১ হাজার যাত্রী চলাচল করতে পারবেন। রাজস্থানের শিল্প রাজধানী এবং কোচিং হাব হিসেবে খ্যাত কোটায় এই গুরুত্বপূর্ণ বিমানবন্দর গড়ে উঠলে ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন শ্রী বৈষ্ণ।
মন্ত্রীসভা, ওড়িশায় রাজধানীর সঙ্গে সংযোগকারী ৬ লেনের রিং রোড গড়ে তোলার বিষয় টিও অনুমোদন করেছে। এ জন্যে খরচ ধরা হয়েছে ৮ হাজার ৩০৭ কোটি টাকারও বেশি। এই ভুবনেশ্বর বাইপাস চালু হলে, ওড়িশা ও পূর্ব ভারতের রাজ্যগুলির বাসিন্দারা উপকৃত হবেন। কটক , ভুবনেশ্বর ও খুরদা শহর দিয়ে বাণিজ্যিক যান চলাচলের চাপ কমানোও সম্ভবপর হবে। এর ফলে ত্বরান্বিত হবে এই অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়ন ও আঞ্চলিক অর্থনৈতিক বিকাশ।
প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন।