কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের লক্ষ্য ফসলের বৈচিত্র্য, কৃষি পদ্ধতি বৃদ্ধি, ফসল কাটার পর সংরক্ষণ ব্যবস্থার ও সেচ সুবিধা উন্নত করা এবং ঋণের সহজলভ্যতা সহজতর করা।
মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল নতুনদিল্লিতে সংবাদ মাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের আওতায় দেশে একশোটি জেলা চিহ্নিত করা হবে, যা তিনটি মূল সূচকের ওপর ভিত্তি করে তৈরি হবে। এগুলি হল কম উৎপাদনশীলতা, কম ফসলের তীব্রতা এবং কম ঋণ বিতরণ।
তিনি বলেন, এগারটি বিভাগের ৩৬ টি চালু প্রকল্প এবং অন্যান্য রাজ্য প্রকল্পের সমন্বয়ের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত করা হবে। শ্রী বৈষ্ণব বলেন এই প্রকল্পের ফলে দেশের অন্তত ১ কোটি ৭০ লক্ষ কৃষকের উপকারে আসবে।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় মহাকাশচারী শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রাকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এবং বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের প্রশংসা করে তাদের নিরলস প্রচেষ্টায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এটি গগনযান এবং ভারতীয় অন্তরীক্ষ স্টেশন সহ ভারতের নিজস্ব মানব মহাকাশযান উচ্চাকাঙ্ক্ষার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।