মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 27, 2025 9:15 PM

printer

কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ প্রধানমন্ত্রী স্ট্রীট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি বা পিএম স্বনিধি প্রকল্পের পুনর্গঠন অনুমোদন দিয়েছে

কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ প্রধানমন্ত্রী স্ট্রীট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি বা পিএম স্বনিধি প্রকল্পের পুনর্গঠন অনুমোদন দিয়েছে। পাশাপাশি এই প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে ২০৩০-এর ৩১ শে মার্চ করা হয়েছে। এর জন্য খরচ ধার্য হয়েছে ৭ হাজার ৩৩২ কোটি টাকা। পিএম স্বনিধি-র পুনর্গঠিত প্রকল্পের আওতায় দুটি পর্যায়ে বর্ধিত ঋণের সুবিধা ছাড়াও  এই প্রকল্পের সুবিধাপ্রাপকদের মধ্যে যারা দ্বিতীয় পর্যায়ে ঋণ শোধ করেছেন, তাদের  ইউপিআই লিঙ্কড রূপে ক্রেডিট কার্ড দেওয়ার মত সুবিধা থাকছে। প্রথম পর্যায়ের ঋণের অঙ্ক ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার, দ্বিতীয় পর্যায়ে ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার করা হলেও, তৃতীয় পর্যায়ে ঋণের পরিমাণ ৫০ হাজার টাকাতেই অপরিবর্তিত রাখা হয়েছে। ধাপে ধাপে প্রকল্পটির লাভ শহরাঞ্চলে সুবিধাসম্পন্ন গ্রামগুলির বাসিন্দারাও পাবেন।

কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ কমনওয়েলথ গেমস ২০৩০-এর মনোনয়নের জন্য ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রক, বিভিন্ন দপ্তর এবং কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতার চুক্তি এইচ সি এ-তেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি যদি ভারতের মনোনয়ন গৃহীত হয়, তাহলে গুজরাট সরকারকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও মন্ত্রিসভার ছাড়পত্র পেয়েছে।

উল্লেখ্য, ৭২ টি দেশের ক্রীড়াবিদরা কমনওয়েলথ গেমসে অংশ নেবেন। বিভিন্ন দেশের খেলোয়াড়, কোচ, টেকনিক্যাল টিম, পর্যটক, সাংবাদিক এবং বহু দর্শক ঐ সময়ে ভারতে আসতে পারেন বলে মনে করা হচ্ছে। এর ফলে উপকৃত হবেন স্থানীয় ব্যবসায়ীরা।