মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 15, 2025 10:04 PM

printer

কেন্দ্রীয় মধ্য শিক্ষা পর্ষদ – সিবিএসই জানিয়েছে, দশম ও দ্বাদশ শ্রেনীর বোর্ড পরীক্ষায় বসার জন্য ৭৫ শতাংশ উপস্থিতি হার একান্ত বাধ্যতামূলক।

কেন্দ্রীয় মধ্য শিক্ষা পর্ষদ – সিবিএসই জানিয়েছে, দশম ও দ্বাদশ শ্রেনীর বোর্ড পরীক্ষায় বসার জন্য ৭৫ শতাংশ উপস্থিতি হার একান্ত বাধ্যতামূলক।  দু বছরের শিক্ষা চক্রে স্কুলের পড়াশোনায় নিয়মিত অংশগ্রহণ জরুরী বলে জানিয়ে এক নোটিশে সিবিএসই বলেছে, এখন থেকে পড়ুয়াদের উপস্থিতি অভ্যন্তরীন মূল্যায়নের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে। এই বাধ্যতামুলক শর্ত যারা পূরণ করতে পারবে না, তারা বোর্ড পরীক্ষায় বসার সুযোগ পাবে না বলেও জানানো হয়েছে।

একই সঙ্গে বোর্ড আজ অতিরিক্ত বিষয় নির্ধারনের নিয়মগুলিও স্পষ্ট করে দিয়েছে। এতে বলা হয়েছে, দশম শ্রেনীর পড়ুয়ারা আবশ্যিক ৫ টি বিষয়ে পাশাপাশি অতিরিক্ত  হিসেবে দুটি বিষয় বেছে নিতে পারবে। দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের জন্য একটিমাত্রই বিকল্প থাকছে। দুটি শিক্ষাবর্ষেই এই বিষয়গুলি পড়তে হবে। যে সব বিষয়ে স্কুলগুলিতে প্রশিক্ষিত শিক্ষক, গবেষনাগার বা অনুমোদন নেই, সেইসব বিষয় তালিকায় রাখা যাবে না বলে সিবিএসই স্কুলগুলিকে সতর্ক করে দিয়েছে। অতিরিক্ত বিষয়ে ‘কম্পার্টমেন্ট’ বা ‘এসেনশিয়াল রিপিট’ পেলে প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে বলেও জানানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।