কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেছেন বৈদ্যুতিন সরঞ্জাম ও উৎপাদন প্রকল্পের আওতায় সরকার ১ লক্ষ ১৫ হাজার ৩৫১ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার থেকে অনেক বেশি। গতকালই ছিল এই প্রকল্পের আওতায় বিনিয়োগের প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন। মন্ত্রী বলেন, গত ১১ বছর ধরে বিনিয়োগকারীদের জন্য যে আস্থার পরিবেশ গড়ে তোলা হয়েছে তারফলে বিপুল সংখ্যক প্রস্তাব জমা পড়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে।
Site Admin | October 2, 2025 9:50 PM
কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেছেন বৈদ্যুতিন সরঞ্জাম ও উৎপাদন প্রকল্পের আওতায় সরকার ১ লক্ষ ১৫ হাজার ৩৫১ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে