কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশের রপ্তানি বাণিজ্যে গতি আনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির স্বনির্ভরতার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ভারত অন্যান্য দেশের তুলনায় যে সমস্ত ক্ষেত্রে এগিয়ে রয়েছে, সেখানেই বাড়তি নজর দিতে হবে। তিনি উৎপাদন ভিত্তিক উত্সাহ প্রকল্প পিএলআই-এর পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন। শিল্পমন্ত্রী পরিমাণের পরিবর্তে গুণগত দক্ষ মানবসম্পদের ওপর জোর দেন। পিএলআই প্রকল্পটি ১৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এই প্রকল্পে এক লক্ষ ৭৬ হাজার কোটি টাকার বিনিয়োগে ১২ লক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে তিনি জানান।
Site Admin | June 25, 2025 6:54 PM
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশের রপ্তানি বাণিজ্যে গতি আনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির স্বনির্ভরতার ওপর জোর দিয়েছেন।
