January 3, 2026 11:33 AM

printer

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক, অসম সরকারের সহযোগিতায় ভারতকে আন্তর্জাতিক স্তরে অন্যতম প্রধান বস্ত্র উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিয়ে আলোচনার লক্ষ্যে একটি জাতীয় স্তরের সম্মেলনের আয়োজন করবে

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক, অসম সরকারের সহযোগিতায় ভারতকে আন্তর্জাতিক স্তরে অন্যতম প্রধান বস্ত্র উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিয়ে আলোচনার লক্ষ্যে একটি জাতীয় স্তরের সম্মেলনের আয়োজন করবে। দু’দিনব্যাপী এই সম্মেলন চলতি মাসের ৮ তারিখে অসমের গুয়াহাটিতে শুরু হবে।

সম্মেলনে, ২০৩০ সালের মধ্যে ৩৫ হাজার কোটি মার্কিন ডলারের বস্ত্রশিল্প গড়ে তোলা এবং দশ হাজার কোটি মার্কিন ডলারের বস্ত্র রপ্তানির পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। সম্মেলনে পরিকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ, রপ্তানি সম্প্রসারণ, কাঁচামাল ও তন্তু ব্যবহার, আধুনিক বাজার-উপযোগী হস্তশিল্প ও তাঁতশিল্পের ওপর গুরুত্ব আরোপ সহ নতুন ক্ষেত্রগুলির ওপর আলোকপাত ক’রে বিভিন্ন অধিবেশন থাকবে। মন্ত্রক জানিয়েছে, উদ্বোধনী অধিবেশনে বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মন্ত্রী ও আধিকারিকরাও এই সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।