মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 17, 2025 8:11 AM

printer

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং গতকাল টোকিওতে একটি আন্তর্জাতিক টেক্সটাইল হাব হিসেবে ভারতের শক্তির কথা তুলে ধরেছেন।

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং গতকাল টোকিওতে একটি আন্তর্জাতিক টেক্সটাইল হাব হিসেবে ভারতের শক্তির কথা তুলে ধরেছেন। জাপানে তাঁর সফরের দ্বিতীয় দিনে মন্ত্রী প্রধান জাপানি কোম্পানিগুলির সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেন এবং ষষ্টদশ ইন্ডিয়া ট্রেন্ড ফেয়ার উদ্বোধন করেন। এই মেলা টেক্সটাইল রপ্তানিকারকদের জাপানি ক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য বৃহত্তম প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি এবং দ্বিপাক্ষিক টেক্সটাইল বাণিজ্য আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। 

মন্ত্রী জিপার এবং ফাস্টেনিং পণ্যের বিশ্বের বৃহত্তম প্রস্তুতকারক YKK কর্পোরেশনের নেতৃত্বের সাথে সাক্ষাত করেন। তিনি ওয়ার্কওয়্যার এবং ফাংশনাল পোশাকের একটি শীর্ষস্থানীয় কোম্পানি ওয়ার্কম্যান কোম্পানির সভাপতির সঙ্গেও একটি বৈঠক করেন। শ্রী সিং ডিজিটাল এবং শিল্প মুদ্রণের আন্তর্জাতিক ব্যক্তিত্ত্ব কনিকা মিনোল্টার সঙ্গেও  আলোচনা করেন। তিনি জাপানি কোম্পানিগুলিকে ভারতে ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণ করার আবেদন জানান।