মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 17, 2025 8:26 AM

printer

কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী বলেছেন – বন্দরের উন্নয়ন, বহুমুখী পণ্য পরিবহণ এবং “মৈত্রী”র মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভারত এক আধুনিক সমুদ্র পথ বিপ্লবের পথে এগিয়ে চলেছে।

বন্দরের উন্নয়ন, বহুমুখী পণ্য পরিবহণ এবং “মৈত্রী”র মতো  ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভারত এক আধুনিক সমুদ্র পথ বিপ্লবের পথে এগিয়ে চলেছে বলে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মন্তব্য করেছেন। গতকাল নতুন দিল্লিতে India-Middle East-Europe Economic Corridor (IMEC) Conclave 2025-এ শ্রী সোনোয়াল বলেন, আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় এক্ষেত্রের গেম চেঞ্জার। ভারত মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করে IMEC – বাণিজ্য পথগুলি সুসংহত এবং নিরাপদ করে তুলছে। IMEC প্রথম শুরু হয়েছিল নতুন দিল্লিতে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের সময়।