বন্দরের উন্নয়ন, বহুমুখী পণ্য পরিবহণ এবং “মৈত্রী”র মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভারত এক আধুনিক সমুদ্র পথ বিপ্লবের পথে এগিয়ে চলেছে বলে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মন্তব্য করেছেন। গতকাল নতুন দিল্লিতে India-Middle East-Europe Economic Corridor (IMEC) Conclave 2025-এ শ্রী সোনোয়াল বলেন, আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় এক্ষেত্রের গেম চেঞ্জার। ভারত মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করে IMEC – বাণিজ্য পথগুলি সুসংহত এবং নিরাপদ করে তুলছে। IMEC প্রথম শুরু হয়েছিল নতুন দিল্লিতে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের সময়।
Site Admin | April 17, 2025 8:26 AM
কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী বলেছেন – বন্দরের উন্নয়ন, বহুমুখী পণ্য পরিবহণ এবং “মৈত্রী”র মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভারত এক আধুনিক সমুদ্র পথ বিপ্লবের পথে এগিয়ে চলেছে।
