কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও একদিন অর্থাৎ আজ পর্যন্ত বাড়িয়েছে। গতকাল গভীর রাতে সামাজিক মাধ্যমে এক বার্তায় আয়কর দপ্তরের পক্ষ থেকে এই সময়সীমা বৃদ্ধির কথা জানানো হয়। তবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য রাত ১২ টা থেকে আড়াইটে পর্যন্ত পোর্টাল বন্ধ রাখা হয়।
আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন প্রথমে ধার্য হয়েছিল ৩১ শে জুলাই। পরে তা বাড়িয়ে করা হয় ১৫ ই সেপ্টেম্বর।
আয়কর দপ্তর সূত্রে আরও জানা গেছে, ২০২৫-২৬ বর্ষে ৭ কোটিরও বেশি আয়কর রিটার্ন ইতোমধ্যেই দাখিল করা হয়েছে।