কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক আরাবল্লী পর্বতশ্রেণীতে অবস্থিত কুম্ভলগড় অভয়ারণ্যকে পরিবেশ সংবেদনশীল অঞ্চল বা ইকো সেন্সেটিভ জোন হিসাবে ঘোষণা করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ভুপেন্দ্র যাদব, এই ঘোষণা শুধুমাত্র উদ্ভিদ ও প্রাণীজগতের সংরক্ষনেই সাহায্য করবে বরং পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়কেও সহায়তা করবে।
উল্লেখ্য, কুম্ভলগড় অভয়ারণ্যের চারপাশে এক কিলোমিটার পর্যন্ত এলাকা বাঘ, হায়না, ভারতীয় প্যাঙ্গোলিন, নীলগাই প্রভৃতি বন্যপ্রাণীর আবাসস্থল।