December 22, 2025 9:59 PM

printer

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ে সরকারের ধারাবাহিক উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আরাবল্লী গ্রিন ওয়াল প্রকল্পের মাধ্যমে এ পর্বতমালার সুরক্ষা নিশ্চিত করতে সুসংহত উদ্যোগ নেওয়া হচ্ছে

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ে সরকারের ধারাবাহিক উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আরাবল্লী গ্রিন ওয়াল প্রকল্পের মাধ্যমে এ পর্বতমালার সুরক্ষা নিশ্চিত করতে সুসংহত উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক     সম্মেলনে শ্রী যাদব বলেন, নতুন করে কোনো খনির লিজ দেওয়া হবে না, বিশেষত জাতীয় রাজধানী সহ অন্যান্য সংরক্ষিত ও পরিবেশের দিক থেকে সংবেদনশীল এলাকার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রকল্পটির লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত ভূমি পুনরুদ্ধার, মরুকরণ রোধ এবং সবুজাংশের পরিবেশগত স্বাস্থ্য উন্নত করা। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সাহায্যে আরাভল্লীর উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।