কেন্দ্রীয় পরিবহণ ও জাতীয় সড়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা বলেছেন,বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ এখন দেশজোড়া আন্দোলনে পরিণত হয়েছে। যুবসমাজ বর্তমানে সুশাসন ও নীতি নির্ধারণ সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ করছেন। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগে অংশ নিয়ে তিনি বলেন, দুরূহ জাতীয় চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার ক্ষেত্রে ভাবনাচিন্তার খোরাক জোগাতে ও বিভিন্ন নীতি নির্ধারণে যুবসমাজ এগিয়ে আসছে।তিনি বলেন, গুণগতমান সম্পন্ন শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান দেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।এই লক্ষ্যপূরণে পিএম রোজগার মেলা, পিএম বিশ্বকর্মা, আইটিআই আপগ্রেডেশনের মতো নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
Site Admin | January 10, 2026 6:02 PM
কেন্দ্রীয় পরিবহণ ও জাতীয় সড়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা বলেছেন,বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ এখন দেশজোড়া আন্দোলনে পরিণত হয়েছে।