January 10, 2026 10:49 PM

printer

কেন্দ্রীয় নতুন ও পুনর্নবিকরণ যোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বলেছেন, দেশে দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

কেন্দ্রীয় নতুন ও পুনর্নবিকরণ যোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বলেছেন, দেশে দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে এ ধরনের বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২৬৬ দশমিক সাত আট গিগাওয়াটে পৌঁছেছে।সামাজিক মাধ্যমের একটি পোস্টে তিনি জানিয়েছেন, ২০২৪ সালের তুলনায় এই বৃদ্ধি ২২ দশমিক ৬ শতাংশ বেশি।২০২৫-এ নতুন ৪৯ গিগাওয়াট জীবাশ্ম জ্বালানি বহির্ভূত সূত্র থেকে উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে সংযুক্ত হয়েছে। সৌরশক্তি জনিত বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে শ্রী যোশী বলেন, এক বছরে এ ধরনের বিদ্যুৎ উৎপাদন ৯৭ দশমিক আট ছয় গিগাওয়াট থেকে বেড়ে ১৩৫ দশমিক আট এক গিগাওয়াট হয়েছে।অর্থাৎ উৎপাদন বেড়েছ ৩৮ দশমিক ৮ শতাংশ।বায়ুশক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ-এর পরিমাণ ৪৮ দশমিক এক ছয় গিগাওয়াট থেকে বেড়ে হয়েছে ৫৪ দশমিক ৫১ গিগাওয়াট।তিনি আরও বলেন ২০৩০ সালের মধ্যে ভারত জীবাশ্ম বর্হিভূত সূত্র থেকে ৫০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে।