কেন্দ্রীয় নতুন ও পুনর্নবিকরণ যোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বলেছেন, দেশে দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে এ ধরনের বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২৬৬ দশমিক সাত আট গিগাওয়াটে পৌঁছেছে।সামাজিক মাধ্যমের একটি পোস্টে তিনি জানিয়েছেন, ২০২৪ সালের তুলনায় এই বৃদ্ধি ২২ দশমিক ৬ শতাংশ বেশি।২০২৫-এ নতুন ৪৯ গিগাওয়াট জীবাশ্ম জ্বালানি বহির্ভূত সূত্র থেকে উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে সংযুক্ত হয়েছে। সৌরশক্তি জনিত বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে শ্রী যোশী বলেন, এক বছরে এ ধরনের বিদ্যুৎ উৎপাদন ৯৭ দশমিক আট ছয় গিগাওয়াট থেকে বেড়ে ১৩৫ দশমিক আট এক গিগাওয়াট হয়েছে।অর্থাৎ উৎপাদন বেড়েছ ৩৮ দশমিক ৮ শতাংশ।বায়ুশক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ-এর পরিমাণ ৪৮ দশমিক এক ছয় গিগাওয়াট থেকে বেড়ে হয়েছে ৫৪ দশমিক ৫১ গিগাওয়াট।তিনি আরও বলেন ২০৩০ সালের মধ্যে ভারত জীবাশ্ম বর্হিভূত সূত্র থেকে ৫০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে।
Site Admin | January 10, 2026 10:49 PM
কেন্দ্রীয় নতুন ও পুনর্নবিকরণ যোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বলেছেন, দেশে দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।