মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 26, 2025 1:02 PM

printer

কেন্দ্রীয় তদন্ত ব্যুরো- CBI ৬’হাজার কোটি টাকার ‘মহাদেব অ্যাপ’ কেলেঙ্গকারি মামলায় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাসভবনে আজ তল্লাশি চালায়।

কেন্দ্রীয় তদন্ত ব্যুরো- CBI ৬’হাজার কোটি টাকার ‘মহাদেব অ্যাপ’ কেলেঙ্গকারি মামলায় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাসভবনে আজ তল্লাশি চালায়। CBI সূত্রে জানা গেছে, রায়পুর ও ভিলাই-তে বাঘেলের দুটি বাড়িতে এই অভিযান চালানোর পাশাপাশি ছত্তিশগড়ের বিভিন্ন শহরের ২০ টি জায়গাতেও আজ এই তল্লাশি চলে। এর মধ্যে ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর কয়েকজন ঘনিষ্ঠ, চার IPS সহ সাত পুলিশ আধিকারিক এবং কয়েকজন প্রাক্তন IAS আধিকারিকের বাড়িও।   

   উল্লেখ্য, CBI, ছত্তিশগড় পুলিশের অপরাধ দমন শাখা থেকে ‘মহাদেব অ্যাপ’ কেলেংকারির তদন্তভার হাতে নিয়েছে। ছত্তিশগড় পুলিশের পক্ষ থেকে এই মামলায় বাঘেল ছাড়াও অ্যাপ-এর প্রমোটার রবি উপ্পল, সৌরভ চন্দ্রকার, শুভম সোনি, অনিল কুমার আগরওয়াল এবং আরো ১৪ জনের নামে FIR দায়ের করে।

এনফোর্সমেন্ট নির্দেশালয়- ED’ও এই মামলার তদন্ত করছে। তারাও ছত্তিশগড়ের বেশ কিছু রাজনীতিবিদ ও আমলা এই মামলায় জড়িত বলে ইঙ্গিত দিয়েছে।

  এই অ্যাপের মাধ্যমে বেআইনি বেটিং ওয়েবসাইটে নতুন নাম নথিভুক্ত করে বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও তার মাধ্যমে অর্থ তছরুপের অভিযোগ রয়েছে।