April 30, 2025 9:09 PM

printer

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI অনলাইনে শিশুদের যৌন নিপীড়ন সংক্রান্ত একটি আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্র ভেঙ্গে দিয়েছে ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI অনলাইনে শিশুদের যৌন নিপীড়ন সংক্রান্ত একটি আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্র ভেঙ্গে দিয়েছে । “হক” নামক অপারেশনের আওতায় এই রহস্যভেদ সম্ভব হয়েছে। আমেরিকার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তি করে সি বি আই আধিকারিকরা এই অভিযান চালিয়েছে। সি বি আই একটি বিবৃতিতে জানিয়েছে তাদের আন্তর্জাতিক কার্যক্রম বিভাগ দিল্লী এবং ম্যঙ্গালোরের দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় আইনের আওতায় মামলা রুজূ করেছে। এই দুই ব্যক্তির বিরুদ্ধে আমেরিকার দুই নাবালিকার সঙ্গে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম “ ডীসকর্ড “ এর মাধ্যমে যৌনতামূলক কথোপকথনে জড়িত থাকার গুরুতর অভিযোগ। এর পাশাপাশি দিল্লীর বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্র।