January 6, 2026 9:56 PM

printer

কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার অশ্বিনী বৈষ্ণব আজ কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে AI স্কিলিং কর্মসূচির সূচনা করেছেন।

কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার অশ্বিনী বৈষ্ণব আজ কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে AI স্কিলিং কর্মসূচির সূচনা করেছেন।

দেশের বিভিন্ন অঞ্চলের দশ লক্ষ যুবাকে প্রশিক্ষণ দেওয়া হবে। রাজস্থানের জয়পুরে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, স্বাস্থ্যপরিষেবা, শিক্ষা, কৃষি, প্রশাসনিক কাজ এবং পরিকাঠামো ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুগান্তকারী পরিবর্তন আনছে। রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে শ্রী বৈষ্ণব আজ ভার্চুয়ালি বক্তব্য রাখেন। তিনি বলেন, গ্লোবাল এআই ইমপ্যাক্ট সামিট আগামী মাসে নতুন দিল্লিতে আয়োজন করা হবে। এই সম্মেলন আগে ব্রিটেন, দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল।  গ্লোবাল এআই সম্মেলনের প্রস্তুতির অঙ্গ হিসেবে দেশের সব রাজ্যে আঞ্চলিক স্তরে এআই সামিট অনুষ্ঠিত হচ্ছে।

    মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে, দশ লক্ষ তরুণ এবং ক্ষুদ্র উদ্যোগপতিদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে দক্ষ করে তোলা হবে। IndiaAI মিশন নিয়ে বেশ কিছু নতুন পরীক্ষা নিরীক্ষা চলছে বলে তিনি জানান।