কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক, মাইগভ-এর সঙ্গে যৌথভাবে দেশব্যপী “বদলতা ভারত মেরা অনুভব” প্রচারাভিযান শুরু করতে চলেছে। নাগরিকদের এই অভিযানে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে মন্ত্রক। এই প্রচারাভিযানের লক্ষ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের একাদশ বছরের সাফল্যের খতিয়ানগুলি দেশের নাগরিকদের কাছে তুলে ধরা। এ ব্যাপারে রিল তৈরি, ইউটিউবে শর্ট ফিল্ম তৈরি, শর্ট এভি নির্মাণ ও ব্লগ ভারত এবং বিকশিত ভারত কুইজ প্রতিযোগিতা — এই পাঁচটি বিভাগের ওপর জোর দেওয়া হচ্ছে।এই প্রচরাভিযানে যোগ দেওয়ার শেষ দিন আগামী মাসের ৯ তারিখ। মনোনীত বিষয়গুলির মধ্যে রয়েছে, নারী শক্তির বিকাশ, সহজে ব্যবসা সংক্রান্ত প্রকল্প থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে ভারতের ক্রমবর্ধমান শক্তি। লেখক, ব্লগার, রিল মেকারদের এতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে মন্ত্রক। হ্যাশট্যাগ বদলতা ভারত মেরা অনুভব কে ব্যবহার করে নাগরিকরা তাদের উদ্ভাবন শেয়ার করতে পারবেন। পুরষ্কারের পরিমাণ তিন লক্ষ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত।
Site Admin | June 20, 2025 8:44 PM
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক, মাইগভ-এর সঙ্গে যৌথভাবে দেশব্যপী “বদলতা ভারত মেরা অনুভব” প্রচারাভিযান শুরু করতে চলেছে
