মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 26, 2025 12:58 PM

printer

কেন্দ্রীয় জল কমিশন, বিহারের পাটনা এবং ভাগলপুর সহ একাধিক জায়গায় গঙ্গা নদীতে জল বাড়ার কমলা সতর্কতা জারি করেছে

কেন্দ্রীয় জল কমিশন, বিহারের পাটনা এবং ভাগলপুর সহ একাধিক জায়গায় গঙ্গা নদীতে জল বাড়ার কমলা সতর্কতা জারি করেছে। আজ সকালে কোথাও কোথাও নদীর জলস্তর, বিপদ সীমা অতিক্রম করে যাওয়ায় জারি করা হয়েছে বন্যার সতর্কতা। এক বিশেষ বুলেটিনে কমিশন জণগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ইতমধ্যেই পাটনার গান্ধীঘাট, হাতিদা-য়, জলস্তর বিপদ সীমা অতিক্রম করেছে। ভাগলপুরের আজমাবাদ এবং কাহালগাঁও-তে গঙ্গা, বিপদ সীমার কাছাকাছি  বইছে। রাজ্যের অন্যান্য নদীগুলিতেও জল বেড়েছে। বালতারায় কোশি এবং কাটিহারে কুরসেলা নদীতে, উল্লেখযোগ্যহারে  জলস্তর বৃদ্ধি পেয়েছে। পাটনার শ্রীপালপুরে পুনপুন নদী এবং রোহতাসে শোন নদীর জল বিপদসীমার এক মিটার ওপর দিয়ে বইছে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।