মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে রাজ্যকে না জানিয়ে DVC-র জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার তা খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল বলেছেন, বিজ্ঞান সম্মত উপায়ে অত্যন্ত সুষ্ঠুভাবে এই জল ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। মাইথন ও পাঞ্চেত থেকে না জানিয়ে দেড় লক্ষ কিউসেক জল ছাড়ার যে তথ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দিয়েছেন, তা বাস্তবে সত্য নয়। DVRRC জল ছাড়ার আগে সেচ ও জলপথ নির্দেশালয় এবং পশ্চিমবঙ্গ সরকারের মতামত চেয়ে পাঠিয়েছিল। কিন্তু তাদের তরফ থেকে কোন উত্তর মেলেনি। বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্হিতি স্বাভাবিক আছে বলেও শ্রী পাটিল উল্লেখ করেন।
এদিকে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ কমেছে। বিকেল চারটে থেকে ৭২ হাজার ৪৫০ কিউসেক জল ছাড়া হচ্ছে। অজয়, ভাগীরথী, দামোদরের জলস্তর বাড়লেও তা বিপদসীমার নীচে রয়েছে।
নিম্নচাপের জেরে অতিবৃষ্টি এবং জলাধারের ছাড়া জলে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার কেঠিয়া, শিলাবতি, ঝুমি প্রভৃতি নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে, আবারও ঘাটাল মহকুমায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, নিচু এলাকা ও মাটির বাড়িতে বসবাসকারীদের দ্রুত ফ্লাড শেল্টারে-এ আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। মৎস্যজীবীদের নদীর জলে নামতে নিষেধ করা হয়েছে।