কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল বিহারের বৃহত্তম নদী সংযোগ প্রকল্প কোশী–মেচি সংযোগ প্রকল্পের অগ্রগতি আকাশপথে পর্যালোচনা করেছেন। তিনি গতকাল এই প্রকল্পের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে সুপৌল সফর করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বিহারের বন্যা সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ণিয়া সফরের আগে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী আকাশপথে এই প্রকল্পটি ঘুরে দেখেন।
Site Admin | September 12, 2025 9:46 AM
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল বিহারের বৃহত্তম নদী সংযোগ প্রকল্প কোশী–মেচি সংযোগ প্রকল্পের অগ্রগতি আকাশপথে পর্যালোচনা করেছেন।
