December 27, 2025 9:55 PM

printer

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, শুধুমাত্র নির্বাচনী সুবিধা পেতে কংগ্রেস ২০০৫ সালে জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইনে মহাত্মা গান্ধীর নাম যুক্ত করেছিলো।

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, শুধুমাত্র নির্বাচনী সুবিধা পেতে কংগ্রেস ২০০৫ সালে জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইনে মহাত্মা গান্ধীর নাম যুক্ত করেছিলো। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, ধারাবাহিকভাবে কংগ্রেস দল এই প্রকল্পের বাজেট কমিয়েছে। নতুন বিকশিত ভারত জি রাম জি প্রকল্পে কোনো সিদ্ধান্তই আর দিল্লি কেন্দ্রিক হবে না। যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে গ্রামস্তরে । পঞ্চায়েতগুলি নিজেরাই বসে উন্নয়নের দিশা নির্ধারন করবে। তিনি আরও মনে করিয়ে দেন নতুন আইনে কাজের দিনের সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ১২৫ করা হয়েছে। বেরোজগারি ভাতা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।